Advertisement
✏ নিজস্ব প্রতিবেদক
২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের অপারেশন্স সিসি নং ২০/২৪, তারিখঃ ০৪/০২/২০২৪ খ্রিঃ মূলে এএসআই/২০৯৩ মোঃ রবিউল করিম সিকদার ও এএসআই(সঃ)/২১১১ নূর আলম সঙ্গীয় ফোর্স সহ বান্দরবান সদর থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন সময়ে সদর থানাধীন তালুকদার পাড়া বাজারে অবস্থানকালে ইং ০৪/০২/২০২৪ তারিখ ১০:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার সদর থানাধীন বান্দরবান পৌরসভার ০৯নং ওয়ার্ডের বান্দরবান কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন জনৈক ফারুক আহমদ এর মালিকানাধীন ফুড কর্ণার নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী- ১। জন্নাতুল ফেরদৌস (৩৯), পিতা-হাবিব উল্লাহ, মাতা-মৃত আয়েশ বেগম, এনআইডি নং-২৮৪৭৩২১৩৬৭, সাং-খুর পাইন ঝিড়ি পাড়া, ৩নং ওয়ার্ড, ৭নং ফাইতং ইউনিয়ন, থানা-লামা, জেলা-বান্দরবান সাং- মাহবুব কোম্পানীর কলোনীর ভাড়াটিয়া, বাগিচাহাট, ৫নং ওয়ার্ড, ৮নং হাশিমপুর ইউনিয়ন, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম এর হেফাজত হতে ১ (এক) কেজি অবৈধ মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করে উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা নং-০৩, তারিখঃ ০৪/০২/২৪ খ্রিঃ মূলে, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রনআইন ২০১৮ এর ৩৬(১) সারণি ক্রমিক ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়।