Advertisement
✏ পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে বিজিবি কর্তৃক রাতের আঁধারে খামারির গোয়াল ঘর থেকে ক্রয় কৃত ২ টি সাদা রং এর বলদ গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ অতপর কোটে মামলা।
অভিযোগ সূত্রে জানা যায়, পঞ্চগড় বোদা উপজেলার ৫ নং বড় শশী ইউনিয়নের সরদারপাড়া গ্রামের মোঃ শাহাদুল ইসলাম, এর পুত্র মোঃ আশরাফুল ইসলাম রেজভী, গত ২৬ শে জানুয়ারি, নীলফামারী জেলার খাটুরিয়া বসুনিয়া হাট থেকে এই গরু ক্রয় করে বাসায় নিয়ে আসেন এমন তা অবস্থায় বোদা উপজেলার বড় শশী ইউনিয়নের নতুন ক্যাম্প এর ৫৬ বিজিবি কর্তৃক ২৭ জানুয়ারি রাত আনুমানিক ৮:৩০ মিনিটের সময় বাড়িতে কোন পুরুষ মানুষ ছিল না ওই সময় প্রায় ২৫ থেকে ৩০ জন বিজিবি ওই বাড়ির দরজা ভেঙ্গে প্রবেশ করে।
এবং খামারির গোয়াল ঘর থেকে গরু বের করে নিয়ে যাওয়ার সময় বাড়ির মহিলারা বাধা দিলে তাদের গায়েও হাত তোলেন এবং শীলতাহানি করেন ৫৬ বিজিবি সদস্যরা।
এতে করে এক মহিলা আহত হয়েছেন, মোঃ আশরাফুল ইসলাম রেজভী জানান আমি নীলফামারী খাটুরিয়া বসুনিয়া হাট থেকে দুইটি সাদা রং এর বলদ গরু আমার খামারের জন্য চার লক্ষ বিশ হাজার টাকা মূল্যে ক্রয় করি যার বৈধ রশিদ আমার কাছে আছে। তারপরেও কেন রাতের আঁধারে আমরা কেউ বাড়িতে না থাকা অবস্থায় বাড়ির মা বোনদের শীলতা হানি করে গরু দুটি নিয়ে যায় নতুন ক্যাম্প ৫৬ বিজিবি আমি বুঝতে পারলাম না।
অন্যদিকে স্থানীয় প্রত্যক্ষ দোষীরা বলছেন সড়ক-মহাসড়ক দিয়ে ট্রাক ভর্তি করে অবৈধ্য ভাবে ভারতীয় গরু নিয়ে যায় হাটে, তখন কিন্তু বিজিবি সদস্যরা তাদেরকে ধরে না অথচ বাজার থেকে বৈধভাবে ক্রয় করা গরু খামার থেকে এসে নিয়ে যায় এ কেমন নিয়ম এটাকি ভাববার বিষয় নয়। আমাদের দাবি হাট থেকে ক্রয় কৃত গরু ফেরত দেয়া হোক।
এ বিষয়ে বড় শশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল রহিম, এর সাথে কথা হলে তিনি বলেন আমি জানি রিজভী একজন খামারী তাই আমি বিজিবি সদস্যদের অনেকবার বলেছি গরু দুটি ফেরত দিতে কিন্তু তারা আমার কথা শুনেন নাই। উল্টো তড়িঘড়ি করে কাস্টমের মাধ্যমে নিলামে গরু দুটি বিক্রি করে দেন।
এই বিষয়ে পঞ্চগড় বোদা উপজেলার বড় শশী ইউনিয়নের নতুন ক্যাম্প এর ৫৬ বিজিবি কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন আমাদের ক্যাম্প থেকে ৮ কিলোরের মধ্যে ভারতীয় গরু পেলে আমরা তা জব্দ করতে পারব আমাদের প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। তাই আমরা রেজভীর বাড়ি থেকে গরু জব্দ করে নিয়ে এসেছি।
তবে ৫৬ বিজিবি নীলফামারী জেলার অধিনায়ক এর সাথে মুঠোফোনের এই নাম্বারে ০১৭৬৯৬০২৪৩০ যোগাযোগ করতে চাইলে ফোন রিসিভ হয় নাই।