Advertisement
✏ আশরাফুল ইসলাম গাইবান্ধা :
গাইবান্ধার সুন্দরগঞ্জের পূর্ব ঝিনিয়া গ্রামের চাঞ্চল্যকর ও মর্মান্তিক ডাবল মার্ডার মামলায় মৃতুদন্ড প্রাপ্ত তিন আসামীর মধ্যে পলাতক আসামী হাফিজার রহমানকে গ্রেফতার করেছে র্যাব । শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব -১৩’র অধিনায়ক আরাফাত ইসলাম জানান, সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের হযরত আলীর সাথে একই এলাকার আবদুল জলিলের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ ছিল। বিরোধ পূর্ণ ওই জমিতে হযরত আমন ধান চাষ করেন। আদালতের রায় পেয়ে ২০১৬ সালের ১২ নভেম্বর আবদুল জলিল ধান কাটতে যান। বিষয়টি আগে জানতে পেরে হযরত আলী জমির পাশে তাদের রাইস মিল থেকে ওই জমিতে বিদ্যুতের তার বিছিয়ে রাখেন। আদুল জলিলের আত্মীয় তসলিম উদ্দিন ও তার চাচাতো বোন মর্জিনা খাতুন জমিতে নেমে ধান কাটতে গেলে বিদুৎ’র তার জড়িয়ে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে নিহত হন। নৃশংস এ ঘটনায় নিহত তসলিমের বাবা মফিজল হক বাদি হয়ে ৭ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। আদালতে ঘটনাটি প্রমাণিত হলে তিন আসামীর মৃত্যুদন্ড ঘোষনা করা হয়। ২০১৮ সাল থেকে ৬ বছর হাফিজার পলাতক ছিলেন। তাকে কুমিল্লা জেলার বুড়িচং থানার ইছাপুর বরশা বাজার এলাকা থেকে ১ ফেব্রুয়ারী আটক করে আজ গাইবান্ধায় আনা হয়। তাকে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।