lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-24T14:03:45Z
আইন ও অপরাধ

মাদারগঞ্জে গাড়ীতে একা পেয়ে অটোযাত্রী গৃহবধুকে ধর্ষণে চালক কারাগারে - BD Prokash

Advertisement

 

আকন্দ সোহাগ


জামালপুরের মাদারগঞ্জে অটোযাত্রী গৃহবধুকে ধর্ষণের ঘটনায় করা মামলায় একমাত্র আসামী অটোচালক জনি মিয়া ( ২১) গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার রাত পুলিশের বিশেষ একটি দল অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে। জনি মিয়া ওই শহরের বানীকুঞ্জ বেপাড়ী পাড়া এলাকার ফরিদুল ইসলামের ছেলে।  শনিবার দুপুরে জনিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে একই দিন সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা সুত্রে জানা গেছে,গত ২০ ফেব্রুযারী রাত ৮টার দিকে ভুক্তভোগী গৃহবধু তার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফেরার জন্য অভিযুক্ত জনি এর অটোগাড়ীতে উঠেন। 



পথিমধ্যে জনি ওই গৃহবধুর সরলতার সুযোগ নিয়ে তাকে কু-প্রস্তাব দেন। এক পর্যায়ে একটি একটি ব্রীজের ফাকা স্থানে নিয়ে তার শরীরের বিভিন্ন অংশে স্পর্শ করে মানসিক ও শারীরিকভাবে দূর্বল করে তাকে ধর্ষণ করে। এরপর ওই গৃহবধুকে তার  শ্বশুরবাড়ি এলাকায় তাকে নামিয়ে দেয় অভিযুক্ত জনি।এদিকে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় গৃহবধুকে গালাগালি করেন তার স্বামী। এবং দেরি কারণ জানতে চাইলে এক পর্যায়ে তিনি তার স্বামীকে সব ঘটনা খুলে বলেন। মামলাটির বিষয়টি নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা ও মাদারগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক শামীম আল মামুন বলেন,আজ সকালে ভোক্তভোগী গৃহবধুর মা বাদী হয়ে মামলা করলে ঘটনার মূল অভিযুক্ত অটোচালক জনিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পর আদালতে প্রেরণ করি। অভিযুক্ত জনি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।