Advertisement
মোঃ রিপন মিয়া গাবতলী বগুড়া প্রতিনিধি:
বগুড়ার গাবতলী সুখানপুকুর এলাকায় নুরুল ইসলাম উজ্জ্বল নামের এক ইউপি সদস্যের অফিস ঘরে ডেকে নিয়ে সাংবাদিক শ্যামল সরকারকে মারপিট করার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে সাংবাদিক শ্যামলকে মারপিট করায় ফুঁসে উঠেছে গাবতলীর সাংবাদিক সমাজ। জানা গেছে, গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের চামুরপাড়া গ্রামের মৃত সুমল সরকারের ছেলে শ্যামল সরকার দৈনিক মুক্তসকাল পত্রিকার গাবতলী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। গত ১লা ফেব্রয়ারী বিকেলে সুখানপুকুর ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি সদস্য নুরুল ইসলাম উজ্জ্বল সাংবাদিক শ্যামল সরকারকে তার অফিসঘরে ডেকে নেয়। এরপর ফিল্মি কায়দায় ওই সাংবাদিককে চর থাপ্পর ও মারপিট করা হয়। এ সময় শ্যামলকে প্রাণনাশের হুমকি দিয়ে বলা হয় আমাদের বিরুদ্ধে কেনো নিউজ করেছিস কেন । ভবিষ্যতে আর কোন নিউজ করলে তোকে এলাকা ছাড়া করাবো। এ ব্যাপারে সাংবাদিক শ্যামল সরকার বলেন, সুখানপুকুর ইউনিয়নের ২জন ইউপি সদস্যের হাতাহাতির ঘটনা ফেইসবুকে পোষ্ট করায় উজ্জ্বল মেম্বারের নির্দেশে তার অফিসঘরে ডেকে নিয়ে স্থানীয় আমু মিয়া (৩৫) নামের এক ব্যক্তি তাকে মারপিট করেছে। স্থানীয় চায়ের দোকানদার গৌতম বলেন, দুই ইউপি সদস্যের হাতাহাতির ঘটনাটি সত্য। সাংবাদিক শ্যামলকে লাঞ্ছিত করা ঠিক হয়নি। ঘটনাটি বাজারের মধ্যে হওয়ায় অনেকই দেখছেন বা জানেন। এ ঘটনায় শ্যামল সরকার বাদী হয়ে গত ২রা ফেব্রয়ারী নুরুল ইসলাম উজ্জ্বল ও আমু মিয়ার নামে থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে মামলাটির তদন্তকারী কর্মকর্তা এস আই শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।