lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-06T18:43:15Z
শিক্ষা

নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২৪ পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান - BD Prokash

Advertisement


মো: ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধি: 


সারিয়াকান্দিতে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়, কর্ণিবাড়ী এসএসসি -২৪ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কর্ণিবাড়ী ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আজাহার আলী মন্ডল এর সভাপতিত্বে এবং এসএসসি-২৪ বিদায়ী পরীক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) আফজাল হোসেন মিঞা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক ও নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এর সভাপতি ড. ইকবাল হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনছার আলী, সহকারী অধ্যাপক মোহাম্মদ-৬ বিশ্ববিদ্যালয়, মরক্কো ড. বুলবুল আহম্মেদ, কাজলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামস উদ্দিন জিন্না, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেন, ক্রিয়েটিভ কেজি স্কুলের পরিচালক রোটারিয়ান মাসুদ করিম সবুর, বগুড়া কাটনার সেন্ট্রাল হাইস্কুল এর প্রধান শিক্ষক জেসমিন নাহার, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম খান, রবিউল ইসলাম, অভিভাবক সদস্য হাসিবুর রহমান প্রমুখ। মানপত্র পাঠ করেন ১০ শ্রেণির ছাত্র শাফিন হাসনাত। স্বাগত বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম তরিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউছার রহমান। 



অনুষ্ঠান শেষে একই মঞ্চে নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়, কর্ণিবাড়ী অ্যালামনাই এসোসিয়েশন এর উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মো: আফজাল হোসেন মিঞা মেধাবৃত্তি প্রদান ও ৬ষ্ঠ শ্রেণির ৫২ জন শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যায়নের সুযোগ প্রদান-২৪ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্য দোয়া করা হয়।