Advertisement
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কুয়েতের পরীক্ষিত বন্ধু বলে মন্তব্য করলেন (আর- রাহমাহ ইন্টারন্যাশনাল) বিভাগীয় প্রধান ড. তূকী আলহুমাইদী আলউতাইবী।
আশুলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও কুয়েতের ৬৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট বাংলাদেশের আয়োজনে ২৫৬ জন অসহায় হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ক্রেষ্ট প্রদান শেষে এই মন্তব্য করেন তিনি। বুধবার দুপুরে আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে অবস্থিত আর- রাহমাহ শিক্ষা কমপ্লেক্সে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আরো জানান ড. তূকী আলহুমাইদী আলউতাইবী বাংলাদেশের শিক্ষা সহ নানা উন্নয়নে কুয়েত সরকার নানা ধরনের সহায়তা করে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈসা আহমাদ আযযাওয়াদী (আঞ্চলিক প্রধান ),(আর- রাহমাহ ইন্টারন্যাশনাল)মহা পরিচালক ড. সায়ীদ সাবরী রজব।এ সময় তারা স্কাউট কার্যক্রম, হস্তশিল্প প্রদর্শনী ও সংস্থার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সম্মান প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সহ সকলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও কুয়েতের স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়েতি জনগণকে শুভেচ্ছা জানান। এ সময় বিশেষ অতিথিরা ছাএ -ছাএীদের উদ্দেশ্য বলেন সু- শিক্ষা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে সু নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে তবেই দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।এ সময় হতদরিদ্র মানুষেরা সেলাই মেশিন পেয়ে উচ্ছাস প্রকাশ করে বলেন এস,এস টি এস বাংলাদেশ কর্তৃক ৪ মাস প্রশিক্ষণ গ্ৰহন করেছি প্রাপ্ত এই সেলাই মশিন ব্যাবহার করে আমরা স্বাবলম্বী হতে পারবো।এ বিষয়ে ড. সায়েদ সাবরী রজব বলেন প্রায় ১৮ বছর ধরে আমরা সেলাই মেশিন সহ নানা ধরনের শিক্ষা ক্ষেত্রে ব্যাবহারের সামগ্রী প্রদান করে আসছি।আগত অতিথিবৃন্দ কুয়েতের সরকার ও জনগণের সার্বিক সহযোগিতার মাধ্যমে চলমান সংস্থা বাংলাদেশের এস এস টি এস এর ভূয়সী প্রশংসা করেন।