lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-22T11:47:23Z
সারাদেশ

একুশে প্রথম পহরে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের বিনম্র শ্রদ্ধা নিবেদন - BD Prokash

Advertisement

 

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি:


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ।



রাত সাড়ে ১২টার পর সংগঠনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সাগর এর নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।



এসময় পৌর ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন আহমেদ শিহাব পৌর ছাত্রলীগ সহ-সভাপতি রোকন আহমেদ কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি অন্তর কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি অমিত হাসান ও পৌর ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক পলক ছাত্রলীগ নেতা শিরিন সহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।



আশিকুর রহমান সাগর বলেন, পৃথিবীতে বাঙালিরাই একমাত্র রক্তদিয়ে মাতৃভাষা প্রতিষ্ঠা করেছে। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর বিরাট অবদান রয়েছে। সেটা তরুণ প্রজন্মকে জানাতে হবে। বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ করতে হবে। তবেই বাংলা ভাষার মর্যাদা রক্ষা পাবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করেছেন। তার নেতৃত্বে মাতৃভাষা দিবস ইউনেস্কোর স্বীকৃতি অর্জন করেছে। সারা বিশ্বে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।