lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-04T09:55:41Z
সারাদেশ

মাদারগঞ্জে তিন দিনব্যাপী বিজ্ঞান ভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন - BD Prokash

Advertisement


মাদারগঞ্জ প্রতিনিধি:


জামালপুরের মাদারগঞ্জে  ''বিজ্ঞানভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা'' শীর্ষক তিন দিনব্যাপী খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। 



শুক্রবার (২ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:) সকালে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন মহিষ গবেষণা ও উন্নয়ন" শীর্ষক প্রকল্পের অধীনে নির্বাচিত ৫০ জন মহিষ খামারী প্রশিক্ষন উপজেলা প্রাণিসম্পদ অফিস, মাদারগঞ্জ, জামালপুরে শুরু হয়েছে। ৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণের  উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর সম্মানিত মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: ছানোয়ার হোসেন এবং   মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো: আশাদুল আলম। উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রিজভী আহমেদ এবং আরো উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ  কর্মকর্তা ডা: মোহাইমিনুল ইসলাম তুষার।  এই প্রশিক্ষনের ৫০ জন সুফল ভোগী মহিষ খামারী  অংশ গ্রহণ করছে।



৩ দিন ব্যাপী এই প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর সম্মানিত মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন টোটাল মিক্সড রেশন (টিএমআর) পদ্ধতি ব্যবহার করে কিভাবে লাভজনক উপায়ে মহিষ পালনের মাধ্যমে দেশের প্রাণিজ আমিষ পূরণ করা যায় সে বিষয়ে আলোকপাত করেন।  এছাড়াও বয়সভিত্তিক বিভিন্ন মহিষের খাদ্য ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি , মাংস ও দুধ উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ এবং অর্থনৈতিক উন্নয়নে মহিষ পালনের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। 



তিন দিনব্যাপী এই প্রশিক্ষনের  বয়সভিত্তিক বিভিন্ন মহিষের কাঁচা ঘাস প্রক্রিয়াজাতকরণ ও ভেজা খড় সংরক্ষণের আধুনিক প্রযুক্তি, গর্ভবতী,  প্রসূতী, দুগ্ধবতী ও বাছুরের স্বাস্থ্য ব্যবস্থাপনা, প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনা, মহিষের রোগ প্রতিরোধে করণীয়, টিকা প্রদান ও কৃমি মুক্ত করার প্রয়োজনীয়তা ও নিয়মাবলী, কৃমি প্রতিরোধে খামারীদের করণীয় সম্পর্কে ধারণা লাভ করবে।বাংলাদেশে প্রাপ্ত মহিষের জাতসমূহ, দুধালো গাভী মহিষ, আদর্শ প্রজনন উপযোগি ষাঁড় মহিষ নির্বাচন সম্পর্কে খামারীরা সুনিপুণ ধারণা অর্জন করতে সক্ষম হবেন। এছাড়াও খামারীদেরকে সুষম দানাদার খাবার মিশ্রণ প্রক্রিয়া, ইউএমএস, সাইলেজ বানানোর পদ্ধতি হাতে কলমে শেখানো ও ডেমোনেস্ট্রেশন করা হবে যার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারবে।



তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্বে আছেন মহিষ উৎপাদন  গবেষণা বিভাগ, বিএলআরআই, সাভার, ঢাকার বৈজ্ঞানিক কর্মকর্তা খাদিজা-তুত-তাহিরা।