lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-11T12:38:56Z
জাতীয়

ঠাকুরগাঁওয়ে শহরের স্কুলের সামনে অবৈধ দোকান ও গাড়ির স্ট্যান্ড - BD Prokash

Advertisement


মোঃ মজিবর রহমান শেখ:


ঠাকুরগাঁও পৌর শহরের স্কুলের সামনে অবৈধ দোকান ও  গাড়ি স্ট্যান্ড গড়ে উঠেছে। যে কোন সময়ে আবার ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। প্রতি বছর পি,টি,আই ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটছে বড় ধরনের দূর্ঘটনা। সরেজমিনে গিয়ে দেখা যায়, পি,টি,আই, ঠাকুরগাঁও সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটের আশেপাশে ব্যাঙ্গের ছাতার মতো গড়ে উঠেছে এই সব অবৈধ দোকান ও  গাড়ির স্ট্যান্ড। এই সব অবৈধ দোকানে ক্রেতাদের ভিড় সব সময়ই লেগে থাকে তার সাথে মটর সাইকেল, ইজিবাইক ও নানা ধরনের  যানবাহ ।



এতে সব সময় আতঙ্ক গ্ৰস্থ থাকছে স্কুলগামী ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক সাংবাদিককে জানান, কিছু দিন আগে ক্লাস শেষে সন্তানকে নিয়ে স্কুলের প্রধান ফটক পেরিয়ে যেতেই অজ্ঞাত বাইকের সাথে হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যায়। ভাগ্যিস ঐ সময় ভারী যানবাহন রাস্তায় না থাকায় জানে রক্ষা পায়। অবৈধ এই সব দোকানে ক্রেতাদের ভিড়ের সাথে সাথে গাড়ি পার্কিংয়ের কারণে দূর্ঘটনা ঘটেছে বলে মনে করেন অভিভাবকরা। তাছাড়া ট্র্যাফিক পুলিশের ব্যবস্থা না থাকা, প্রশাসনিক ভাবে দেখার ও শুনার কেউই নেই ! সবাই একে অপরের উপর তাকিয়ে রয়েছে কে করবে কাজটা। পৌর সভা, সড়ক জনপদ বিভাগ ও ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সামনে দাপটের সাথে এই সব অবৈধ ভাবে চলছে ব্যাবসা। দূর্ঘটনাও ঘটছে। পি,টি,আই ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের আশেপাশে প্রতিবছরই বাড়ছে  দূর্ঘটনার ঘটনা বিবরণ রয়েছে। ঠাকুরগাঁও বাসী এই অবৈধ দোকান উচ্ছেদের মাধ্যমে রাস্তা পরিষ্কারের আহ্বান জানান ।