lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-08T05:59:58Z
বিশ্ববিদ্যালয় সংবাদ

পাস্ট ডিরেক্ট রিক্রুটেড অফিসার্স এসোসিয়েশনের পাস্টডুরা আত্মপ্রকাশ - BD Prokash

Advertisement


পাবিপ্রবি প্রতিনিধি :


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সরাসরি অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত অফিসারবৃন্দ পাস্ট ডিরেক্ট রিক্রুটেড অফিসার্স এসোসিয়েশন (পাস্টডুরা) নামে একটি পেশাজীবী সংগঠন গঠন করেছেন। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে  জাতির জনকের জম্মবার্ষিকী উপলক্ষে স্থাপিত জম্মশতবর্ষের স্মারক ম্যুরাল ‘জনক জ্যোর্তিময়’ এ শ্রদ্ধা অর্পনের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ  ঘটে। 



গত মঙ্গলবার শহরের একটি রেষ্টেুরেন্টে অফিসারদের এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে অফিসারদের দাবী দাওয়া বাস্তবায়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পারিক সম্পর্কন্নোয়নসহ সার্বিক উন্নয়নের লক্ষে শুধুমাত্র সরাসরি অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত অফিসারদের নিয়ে এসোসিয়েশন গঠনের গুরুত্বারোপ করা হয়। সভায় সর্বসম্মত্তিক্রমে আজ বুধবার সকালে সাত সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। 



এতে অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক জি এম শামসাদ ফখরুলকে আহবায়ক, সেন্ট্রাল  ষ্টোরের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রফিকুল ইসলামকে সদস্য সচিব এবং উপ-পরিচালক মইনুল ইসলাম, উপ-পরিচালক সঙ্গীতা সিদ্দিকী, সহকারি প্রকৌশলী মোঃ নাঈম রেজওয়ান, সহকারি পরিচালক সবুজ হোসেন, সেকশন অফিসার আলী আকবর তালুকদারকে সদস্য মনোনীত করা হয়েছে।



আজ সকালে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর নতুন কমিটি মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য এস. এম. মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম ও প্রক্টর ড. মোঃ কামাল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় অফিসারদের মধ্যে ভারপ্রাপ্ত প্রকৌশলী ফরিদ আহমেদ,অতিরিক্ত রেজিস্ট্রার কামরুল হাসান, অতিরিক্ত গ্রন্থাগারিক হাফিজুর রহমান মোল্লা, অতিরিক্ত পরিচালক ফারুক হোসেন চৌধুরী, অতিরিক্ত রেজিস্ট্রার শাওলী শারমিন, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মনিরুজ্জামান, উপ পরিচালক কাজি আনিছুর রহমান, উপ-রেজিস্ট্রার হাসিবুর রহমান, ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম, উপ পরিচালক আলমগীর হোসেন, প্রকৌশলী রিপন আলী, উপরেজিস্ট্রার রেবেকা সুলতানা,সহকারি পরিচালক উজ্জল সমাদ্দার, হিসাব রক্ষণ কর্মকর্তা বিপ্লব হোসেন, সেকশন অফিসার কানিজ ফাতেমা, পিএস টু প্রোভিসি সোহেল রানা, আইকিউএসির সাকিল মন্ডল, ষ্টোর অফিসার রাম প্রসাদ পালসহ প্রায় অর্ধশত অফিসার উপস্থিত ছিলেন।