lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-22T14:11:02Z
সারাদেশ

হক সুপার মার্কেটের নবনির্বাচিত কমিটির চেম্বার অব কমার্স'র সাথে মতবিনিময় - BD Prokash

Advertisement

 

আলমগীর কবীর হৃদয় :


গত ২০ ফেব্রুয়ারি সকাল ১০:৩০ মিনিটের দিকে পাবনা হক সুপার মার্কেট ইলেকট্রনিকস ব্যবসায়ী মালিক সমিতির নবনির্বাচিত কমিটি পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী কে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি র সিনিয়র সহ-সভাপতি আলী মুর্তজা বিশ্বাস সনি, পাবনা জেলা ইলেকট্রনিক এসোসিয়েশন সাধারণ সম্পাদক ও চেম্বার পরিচালক মাসুদুর রহমান মিন্টু সহ চেম্বার অব কর্মাসের অনান্য পরিচালক দের সাথে পরিচিত হয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 



ব্যবসায়ীদের নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন হক সুপার মার্কেট ইলেকট্রনিকস ব্যবসায়ী মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি মিডিয়া ওয়ার্ল্ডের প্রোপ্রাইটর মোঃ আব্দুর রাজ্জাক, এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মৌচাক ভিডিও'র মোঃ সেলিম রায়হান, ভিডিও জগৎ'র মোঃ নুরুজ্জামান মিয়া রঞ্জু,সাধারণ সম্পাদক মুন টেলিকমের আল খালিদ আল আজাদ মুন,যুগ্ম সাধারণ সম্পাদক আনিষা টেলিকমের মোঃ আরিফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সোয়াদ টেলিকমের মোঃ রাজু আহমেদ, রওশন টেলিকমের মোঃ রওশন কবির, সাংগঠনিক সম্পাদক শান্ত টেলিকমের মোঃ এহসানুল হক শান্ত, কোষাধ্যক্ষ জাইদ টেলিকমের মোঃ আশরাফুল ইসলাম জিতু,প্রচার সম্পাদক জেএম কর্পোরেশনের মোঃ ইসরাইল হোসেন, সহ প্রচার সম্পাদক মিশুক টেলিকমের মোঃ মিশুক প্রামাণিক, ধর্মীয় সম্পাদক ডিজিটাল ইলেকট্রনিক'র মোঃ আব্দুল জব্বার রতন প্রামাণিক, ক্রীড়া সম্পাদক খান টেলিকমের মোঃ রুবেল খান, প্রধান উপদেষ্টা যথাক্রমে রেসপন্স ইলেকট্রনিক এর মোঃ ফাত্তাহ আহমেদ, পাবনা আর্মারির মোঃ নাসির উদ্দীন, খান এন্ড সন্স'র মোঃ আরমান খান,ফেমাস ইলেকট্রনিক এর মোঃ জাহাঙ্গীর হোসেন, সূচনা টেলিকমের মোঃ শরিফুল ইসলাম ভুট্টু।নির্বাহী সদস্য যথাক্রমে অনু টেলিকমের মোঃ মোস্তফা,মোঃঅপু, নাজমুল টেলিকমের মোঃ নাজমুল হোসেন এবং সজিব টেলিকমের মোঃ সজিব।