Advertisement
✏ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আকতার, সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী বিপিএম,পিপিএম, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকি, প্রধান শিক্ষক তরিকুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।