Advertisement
✏ ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরিশিক্ষার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়। সোমবার (৫ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে শাহ্ জাফর টেকনিক্যাল কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোঃ লিয়াকত হোসেনের সভাপতিত্বে সেমিনারটি অনুষ্টিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন । মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যপক কাজী তারেক পারভেজ। সেমিনারের প্রধান অতিথি ইউএনও মেহেদী হাসান তার বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মূল স্তম্ভের ৪ টি অংশ স্মার্ট সিটিজেন, স্মার্ট গভারমেন্ট, স্মার্ট ইকনোমি, স্মার্ট সোসাইটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিভিত্তিক, জ্ঞান ভিত্তিক এবং উদ্ভবনী বাংলাদেশ হিসাবে সমাজের সকল শ্রেণির অর্ন্তভুক্তির উপর গুরুত্ব দেওয়ার আহবান জানান।