lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-19T05:04:59Z
অগ্নিকাণ্ড

মহেশখালীতে বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই - BD Prokash

Advertisement


নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:


কক্সবাজারের মহেশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।রোববার (১৮ ই ফেব্রুয়ারি)  দুপুর ৩টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলী এলাকার মৃত ছৈয়দুর রহমানের পুত্র আমানুল করিমের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় ব্যর্থ হয়ে মহেশখালী ফায়ার সার্ভিস স্টেশন ফোন দিলে দ্রুত এগিয়ে আসলেও সড়ক সল্পতার কারণে গাড়ি প্রবেশ করতে না পারে, দৈর্ঘ্য পাইপ লাইনের পানি সরবরাহের মাধ্যমে পর আগুন নিয়ন্ত্রণে আসলেও বসতঘরের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। 



বাড়ির মালিক আমানুল করিম জানান, রোববার দুপুর ৩টার দিকে হঠাৎ তার ঘরের টিনের চালে আগুন দেখতে পান পরিবারের লোকজন মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা সকল আসবাবপত্র। পুড়ে যাওয়া, স্বর্ন, নগদ টাকা আসবাবপত্রের আনুমানিক মূল্য ৮/৯ লাখ টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে।



ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি মেম্বার নুরুল ইসলাম। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং সরকারি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।