lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-26T14:22:57Z
সারাদেশ

ওসাকার উদ্যোগে মিনি ম্যারাথন ও কৈশোর স্বাস্থ্য মেলা-২০২৪ - BD Prokash

Advertisement


আলমগীর কবীর হৃদয় (পাবনা জেলা প্রতিনিধি):


মেধা মননে সুন্দর আগামী এই প্রতিপাদ্য সামনে রেখে পাবনা সদর উপজেলায় অদ্য ২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা ওসাকা ও পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এর যৌথ অর্থায়নে পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে দিনব্যাপী "মিনি ম্যারাথন ও কৈশোর স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানে পাবনা সদর উপজেলার ১০টি ইউনিয়ন   ১টি পৌরসভাসহ মোট ১১টি স্টল অংশগ্রহণ করে। বিভিন্ন ক্লাবের সদস্যরা স্টলগুলোতে স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা, পোস্টার, দেয়ালিকা, সবজি, ফলমূল ও হাতের বিভিন্ন কাজ প্রদর্শন করে।  এছাড়াও মিনি ম্যারাথনে বিভিন্ন ক্লাবের ৬০জন কিশোর ও ৪০ জন কিশোরী অংশগ্রহণ করে।



উক্ত অনুষ্ঠানটি ফিতা কেটে উদ্বোধন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ওসাকা'র সিনিয়র পরিচালক মো. মাজহারুল ইসলাম, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সিনসার সম্পাদক এস এম মাহবুব, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি গীতিকার ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়, পাবনা সাহিত্য ও বির্তক ক্লাব এর সভাপতি  কবি, গবেষক, ড. মনছুর আলম,সাংবাদিক ও শিক্ষক আখতারুজ্জান,  মহীয়সী সাহিত্য পাঠচক্র এর অনুষ্ঠান সম্পাদক  কবি শামীমা সীমা, সাহিত্য সম্পাদক, কবি ও গল্পকার, মিতুল ইব্রাহিম। পরিশেষে  সেরা স্টল ১ম, ২য় ও ৩য়, সেরা দেয়ালিকা ১ম, ২য়, ও ৩য় এবং মিনি ম্যারাথন বিজয়ী কিশোর-কিশোরীদের মাঝে পুরষ্কার প্রদান দিনব্যাপী কৈশোর মেলা ও ম্যারাথন শেষে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  



দিনব্যাপী অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ওসাকা কৈশোর কর্মসূচি-র উপজেলা প্রোগ্রাম অফিসার রেহানা সুলতানা শিল্পী।