lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-17T14:21:08Z
সারাদেশ

বাঁধন বগুড়া জোনের সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর - BD Prokash

Advertisement


গাবতলী বগুড়া প্রতিনিধি: 


একে রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন, বাঁধন বগুড়া জোনের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর এবং মিলন মেলা ২০২৪। ১৬-০২-২০২৪ রোজ শুক্রবার বগুড়ার জোনের আয়োজনে জয়পুরহাট পাহাড়পুর বৌদ্ধবিহারে এক মিলন মেলার আয়োজন করা হয়। বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তরে উপস্থিত থাকেন বাঁধন বগুড়ার জোনের অধীনস্থ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ইউনিট, সরকারি শাহ সুলতান কলেজ ইউনিট, গাইবান্ধা সরকারি কলেজ ইউনিট, জয়পুরহাট সরকারি কলেজ ইউনিট, সিরাজগঞ্জ সরকারি কলেজ ইউনিট, প্রায় অতীত, বর্তমান ,উপদেষ্টা সহ প্রায় ৩০০ শতাধিক বাঁধন কর্মী। বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তরে সভাপতিত্ব করেন বাঁধন বগুড়া জোনের সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের এবং সাধারণ সম্পাদক সাগর আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রফেসর কে এম আমিনুল হক শিক্ষক উপদেষ্টা, প্রফেসর উম্মুল খায়ের মোছাঃ গুলশানা আরা বানু শিক্ষক উপদেষ্টা, এন্টনি সাহা উপদেষ্টা, মোঃ ফাহিম হাসান সভাপতি বাঁধন কেন্দ্রীয় পরিষদ আগামী ২০২৪ সালের জন্য সভাপতি মোঃ সোহাগ আকন্দ, শিক্ষাবর্ষ ১৮-১৯, সিরাজগঞ্জ সরকারি কলেজ ,সাধারণ সম্পাদক নূর নবী, শিক্ষাবর্ষ ১৮-১৯, জয়পুরহাট সরকারি কলেজ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, শিক্ষাবর্ষ ১৮-১৯ সরকারি শাহ সুলতান কলেজ  বগুড়াসহ এর ১৭ সদস্যের কমিটি অনুমোদন করা হয়। উল্লেখ্য বাঁধন একটি স্বেচ্ছাসেবী সংগঠন, বাঁধন ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শহিদুল্লাহ হল থেকে প্রকাশিত। বাঁধন বর্তমানে বাংলাদেশের ৫৪ টা জেলার রয়েছে। বাঁধন স্বপ্ন দেখে সেদিনের যেদিন বাংলাদেশের একটি মানুষ তার রক্তের গ্রুপ জানবে এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে।