lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-21T12:28:09Z
সারাদেশ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ - BD Prokash

Advertisement
প্রতিকি ছবি


বাংলাদেশ প্রকাশ ডেস্ক:


আমি মোঃ মাহফুজুর রহমান, ম্যাক্স ম্যানেজমেন্ট সার্ভিসেস (আর এল- ১০৮৪) এর স্বত্বাধিকার। অনলাইন সংবাদ মাধ্যমে “দৈনিক অভিযোগ বার্তা” মালয়েশিয়াতে ফ্রি ভিসার নামে শ্রমিক পাঠিয়ে অভিনব প্রতারণা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। যে সংবাদে আমাকে এবং আমার প্রতিষ্ঠানকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্যের মাধ্যমে আমার প্রতিষ্ঠান ও আমার দীর্ঘদিনের সুনাম ক্ষুন্ন করা হয়েছে। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সংবাদে বলা হয়েছে বাংলাদেশী কর্মী মালয়েশিয়া পাঠিয়ে বিমানবন্দর থেকে ছেড়ে দেয়া হয়েছে এবং কর্মীদের ভিসা কাজ না ঠিক করেই আত্মীয় এর কাছে চলে যেতে বলা হয় যা পুরো পুরি মিথ্যা ও বানোয়াট। আমার প্রতিষ্ঠান, মালয়েশিয়ার কর্মী পাঠানোর জন্য সরকার কর্তৃক নির্ধারিত এজেন্সী না এবং মালয়েশিয়াতে যে কোম্পানির অভিযোগ



করা হইয়াছে সে কোম্পানি আমার এজেন্সির নামে কোন ডিমান্ড লেটার বা ইমিগ্রেসন ক্লিয়ারেন্স ও নাই। আমার পূর্বপরিচিত মোহাম্মাদ মনিরুজ্জামান মনির (৩৮) পিতাঃ মোহাম্মাদ আলী, মাতাঃ চামিয়ারা বেগম, স্থায়ী



ঠিকানা, গ্রামঃ নল ডাঙ্গা বলিদা পাড়া (মোজাম্মেল ডাক্তার এর বাড়ির পাশে), থানাঃ কালিগঞ্জ জেলাঃ ঝিনাইদহ বর্তমান ঠিকানাঃ বাসা নম্বরঃ ১০৬/এ, মনিপুরী পাড়া থানাঃ শের এ-বাংলা নগর-ঢাকা। মোহাম্মাদ মনিরুজ্জামান আমার নিকট থেকে ১ কোটি ১৫ লক্ষ টাকা নিয়ে প্রতারনা করার অভিযোগে আমি বনানী থানায় গত ১৯/১০/২০২৩ ইং তারিখে তার বিরুদ্ধে মামলা দায়ের করি– অভিযোগ নংঃ (৬০২৫(৫)/১)। মালয়েশিয়াতেও মোঃ মনিরের বিরুদ্ধে প্রতারনার অভিযোগে পুলিশ রিপোর্ট করা হয় এবং বাংলাদেশ হাই কমিশনে মোঃ মনির এর বিরুদ্ধে গত ০৩/১০/২০২৩ ইং তারিখে অভিযোগ করা হয়। আমি মালয়েশিয়া গিয়ে জানতে পারি মোঃ মনির মালয়েশিয়াতে বাংলাদেশের স্বনামধন্য স্যাটেলাইট টেলিভিশন ও বিভিন্ন দৈনিক পত্রিকায় সাংবাদিকতার পরিচয় দেন। তার সহযোগী সৌরভকে নিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন অনলাইন পোর্টালে মিথ্যা সংবাদ প্রচার করে। মোঃ মনির ও সৌরভ মালয়েশিয়াতে একই রুমে থাকে। তারা একে অপরের বিশ্বস্ত বন্ধু। পাশাপাশি মালয়েশিয়াতে তারা উভয়ই তাদের নিজ ভিসা একই নিয়োগকর্তার অধিনে কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে তাহারা মালয়েশিয়াতে লিগালাইজেসন এর পাস নিয়ে অবস্থান করছে। মোঃ মনির তার ছোট ভাই মোঃ সাইদুজ্জামানকে বাংলাদেশে জনশক্তি রপ্তানি ব্যবসায় প্রতিনিধি বানিয়ে বাংলাদেশ থেকে অনেক কর্মী মালয়শিয়াতে প্রেরন করেছেন। বিভিন্ন সময়ে তার ভাই পূর্বপরিকল্পনা অনুযায়ী আমার অফিস কর্মীদের ব্যাবহার করে কর্মীদের প্রেরনের আগে কর্মীদের বিভিন্ন ভিডিও স্বীকারোক্তি মোবাইলে ধারন করে। যাহা মোঃ মনির এর সুদুর পরিকল্পনার অংশ ছিল। এমতাবস্থায় মোঃ মনির তার বিশ্বস্ত বন্ধু সৌরভকে দিয়ে আমাকে ফোন করিয়ে বিভিন্ন প্রকার নেতি বাচক কথা প্রচার করার জন্য হোওয়াটসঅ্যাপ এ ফোন দেয় এবং কর্মীর বিষয়ে বিভিন্ন প্রকার প্রশ্ন করে। আমি ক্ষতিগ্রস্থ কর্মীর নাম বা তথ্য জানতে চাইলে সে কোন কর্মীর নাম না দিয়ে আমাকে ব্ল্যাক মেইল করার চেষ্টা করে। আমি তাকে আরও বলি যদি আমার দ্বারা কোন কর্মী ক্ষতিগ্রস্থ হয় তাহলে আমি উক্ত কর্মীর সকল প্রকার দায় দায়িত্ব নিব। কিন্তু উনি আমাকে কোন কর্মীর তথ্য না দিয়া বলে মনিরের বিপক্ষে গেলে আমি বিভিন্ন পত্রিকায় আপনার বিপক্ষে প্রতিবেদন করব, যার ফলশ্রুতিতে সৌরভ আমাকে ক্ষতিগ্রন্থ ও হেয় প্রতিপন্ন করার জন্য অনলাইন সংবাদ



মাধ্যম “দৈনিক অভিযোগ বার্তা” এ মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রচার করে।



উক্ত প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট শুধুমাত্র মনিরকে প্রদত্ত ১ কোটি ১৫ লক্ষ টাকা আত্মসাত এবং আমার দীর্ঘ দিনের প্রাতিষ্ঠানিক সুনাম ক্ষুন্ন করার জন্য আমার বিরুদ্ধে এই মিথ্যা সংবাদ টি প্রচার করা হয়। এই প্রতিবেদন এর বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।