lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-07T15:44:09Z
সারাদেশ

ঝিনাইগাতীতে জেলা প্রশাসকের পক্ষ থেকে শীত বস্ত্র পেলো হত-দরিদ্র শিক্ষার্থীরা - BD Prokash

Advertisement


মোঃ আরিফুল ইসলাম শেরপুর জেলা প্রতিনিধি : 


শেরপুরের ঝিনাইগাতীতে জামিয়া রোকাইয়াহ বালিকা মাদরাসা'র ১শত হত-দরিদ্র শিক্ষার্থী জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম এর পক্ষ থেকে পেলো শীত বস্ত্র। ৭ফেব্রুয়ারি বুধবার বাদ মাগরিব  উক্ত মাদরাসায় এ শীত বস্ত্র  হিসেবে কম্বল বিতরণ করা হয়।



উক্ত বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম এর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া নিজে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন। এসময় সহকারি কমিশনার (ভুমি) মো.আশরাফুল কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, ক্ষুদ্র বণিক সমিতির সাবেক সভাপতি শামছুদ্দোহা বাচ্চু, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু রায়হান সহ স্থানীয় গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।



শীত বস্ত্র বিতরণের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া ওই মাদরাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের খোঁজ খবর নেয়া সহ অধ্যক্ষকে বিভিন্ন ধরণের পরামর্শ প্রদান করেন। 




জানা গেছে, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর অর্ন্তভুক্ত এই মাদরাসায় ৪শতাধিক মেয়ে শিক্ষার্থী পড়াশোনা করছে। এদের মধ্যে ২০জন এতিমও রয়েছে।