lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-08T13:35:36Z
ব্রেকিং নিউজ

ডাসারে কাঠের সেতু, যেন মরণ ফাঁদ!

Advertisement


 

মীর ইমরান-মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে একটি কাঠের সেতুর বেহাল দশার কারণে চরম ভোগান্তি আর ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে কয়েক গ্রামের মানুষ।


বৃহস্পতিবার( ৮ ফ্রেব্রুয়ারি ) সরজমিনে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর চৌমহনী গিয়ে দেখাগেছে, উপজেলা পরিষদের অর্থায়নে প্রায় একযুগ আগে নির্মিত কাঠের সেতুটি লোহার খুটি হেলে পড়ার উপক্রম। সেতুটির উপর অংশের পাটাতনের কিছু কাঠ পঁচে ধসে পরেছে। সেতুটির উপরের নেই কোন রেলিং। যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখাগেছে এলাকার কোমলমতি শিক্ষার্থীদের। এছাড়া জীবিকার তাগিদে প্রতিদিন মটর চালিত ভ্যান, অটোরিকশা,মটর সাইকেলসহ,হাজারো মানুষ ঝুঁকি নিয়েই চলাচল করছে ।জনসাধারণের চলাচলের একটি মাধ্যম এ কাঠের সেতুটি এখন জনদূর্ভোগে রুপ নিয়েছে। সেতুটি দ্রুত সংস্কারের দাবী জানান এলাকাবাসী।


স্থানীয় বাসিন্দা সুজন মজুমদার বলেন,আমাদের শশিকরের চৌমুহনীর কাঠের ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ। কাঠের ব্রিজটি হেলে গেছে। উপরের পাটাতনের কাঠ ধসে পড়েছে। যেকোন সময় ব্রিজটি ভেঙে যেতে পারে এতে ঘটতে পারে বড় দূর্ঘটনা। যাতায়াতের জন্য প্রতিদিন কাঠের ব্রিজটি দিয়ে ঝুঁকি নিয়েই পারাপার হতে হচ্ছে। ব্রিজটি দ্রুত সংস্কারের দাবী জানাই।’


এবিষয়ে নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন,' কাঠের ব্রিজটি অনেক পুরোনো। উপজেলা পরিষদের অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে ব্রিজটির লোহার পিলার খালের মধ্যে নুয়ে পড়ছে। উপরের পাটাতনের কাঠও ঠিক মত নেই। গ্রামের হাজারো মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। নতুন একটি ব্রিজ দরকার। আমি সংশ্লিষ্ঠ দফতরে বিষয়টি জানিয়েছি।

এবিষয়ে উপজেলা এলইজিডির প্রকৌশলী মোঃ রেজাউল করিম বলেন, "ইতোমধ্যে ব্রিজ নির্মাণের জন্য প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করি দ্রুত প্রকল্প প্রস্তাবটি পাশ হয়ে আসবে।