lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-22T06:40:16Z
সারাদেশ

মাদারগঞ্জে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংসদের'র উদ্যোগে শহীদ দিবস পালন ও পরিচিতি সভা

Advertisement


আকন্দ সোহাগ


জামালপুরের মাদারগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ মাদারগঞ্জ উপজেলা কমান্ড এর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ মাদারগঞ্জ  উপজেলা কমান্ডের আয়োজনে  পরিষদের খরকা হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। পরে ভাষা শহীদদের স্বরণে দাড়িয়ে ১ মিনিটের নিরবতা পালন করা হয়। এরপর চলে আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেনাপোল স্থলবন্দর কাস্টমস্ হাউজের রাজস্ব কর্মকর্তা ও বাংলাদেশ কাস্টমস্ এন্ড ভ্যাট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ মিজানুর রহমান। উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল। আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ মাদারগঞ্জ উপজেলা কমান্ডের সভাপতি প্রভাষক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে  বীর মুক্তিযোদ্ধার সন্তান আল মামুন রাশেদ ও কামরুন্নাহার মিতুর যৌথ্য সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মাদারগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাদা বুলবুল, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক,উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুনজুরুল করিম করিম মজনু তরফদার, জামালপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দৌলতুজ্জামান দুলাল হাজী,মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল,আইন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন আয়না,শ্রম বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে বক্তব্য রাখেন জাকারিয়া সাইদ পলাশ,মিজানুর রহমান,ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, মির্জা গোলাম রাব্বী,এরশাদ হোসেন,রুমেল তরফদার,রাশেদুল ইসলামসহ অনেকে। আলোচনা শেষে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ মাদারগঞ্জ কমান্ডের নবগঠিত কমিটির পরিচয়  ও শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান আলোচক মোঃ ওবায়দুর রহমান বেলাল। শপথ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাতসহ দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় আমরা  মুক্তিযোদ্ধার সন্তান সংসদ  মাদারগঞ্জ উপজেলা  কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাসহ অন্যান্য নেতৃবৃন্দ ও তাদের পরিবার বর্গ উপস্থিত ছিলেন।