Advertisement
নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুরে অটো-সিএনজি থেকে চাঁদাবাজির অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার। এর আগে সোমবার দুপুরে লালপুর ত্রিমোহনী চত্বরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রামকৃষ্ণপুর গ্রামের রানা (২৮), আব্দুল খালেক (৬৫), বালিতিতা ইসলামপুর গ্রামের শাহাজাহান আলী (৬২), জদ্দইবগি গ্রামের আজাহার শেখ (৫২), আফজাল হোসেন (৬০), মহেশপুর গ্রামের রাইজুল ইসলাম (৩৫), মধুবাড়ি গ্রামের রেজাউল করিম (৬২), বৈদ্যনাথপুর উজ্জল হোসেন (২৮)।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সনজয় কুমার সরকার জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে কাঁচা সবজি, পণ্য পরিবহনের ট্রাক, অটোরিকশা ও বাস থেকে নিয়মিত চাঁদা আদায় করতো। এসময় চাঁদা আদায়ের নগদ অর্থ ও রশিদ বই জব্দ করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।