Advertisement
বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় একটি মারামারি মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকালে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম নাজমুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কাগদী এলাকা থেকে নাজমুলকে গ্রেপ্তার করা হয়।
নাজমুল একই উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রাম এলাকার মো. আফছার উদ্দিন মাতুব্বরের ছেলে। আফছার উদ্দিন মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সভাপতি।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, সালথার কাগদী এলাকার একটি মারামারির ঘটনার এজাহারভুক্ত আসামি নাজমুল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।