Advertisement
নুর নবী হোসেন রনি, খাগড়াছড়ি প্রতিনিধি:-
একটি দেশের আর্থিক ও সামাজিক অবক্ষয়ের সবচেয়ে বড় কারন মাদক ও চোরাকারবারি। এই মাদক ও চোরাকারবারির সাথে জড়িত অপরাধীদের দমনের জন্য এবং খাগড়াছড়ি জেলার সামাজিক পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম(বার) মাদক ও চোরাকারবারির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন । খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার এর নির্দেশনায় এবং দক্ষ নেতৃত্বে খাগড়াছড়ি জেলার সকল স্থানে পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এই ধারাবাহিকতায় ১২ই ফেব্রুয়ারী ০৪ টা ২০ মিনিটে মাটিরাঙ্গা থানার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালীন মাটিরাঙ্গা থানাধীন ০২নং তবলছড়ি ইউনিয়নের পানছড়ি চৌমুহনী কচুমার্কেট আব্বাসের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। শফিউল বসর ওরফে রুবেল (৩২), পিতা- মোঃ সেলিম, মাতা-হাজেরা বেগম, সাং-দমদম, ০৫নং ওয়ার্ড, ০৩নং পানছড়ি সদর ইউপি, ২। মোঃ বেলাল হোসেন(২০), পিতা-মৃত তোতা মিয়া, মাতা-আয়েশা বেগম, সাং-মোহাম্মদপুর (উপজেলা নির্বাহী অফিসের পিছনে), ০৪নং ওয়ার্ড, ০৩নং পানছড়ি সদর ইউপি, উভয় থানা-পানছড়ি, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলাদ্বয়’কে ৪৪ (চুয়াল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।