lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-24T13:26:14Z
আইন ও অপরাধ

বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দূই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Advertisement


আছমা আক্তার আখি,পঞ্চগড় জেলা প্রতিনিধি:


পঞ্চগড় বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।



পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম সিরাজুল হুদা পিপিএম, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব রুনা লায়লা মহোদয়গনের দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এর  নেতৃত্বে বোদা থানার এসআই মোঃ বদিউজ্জামান, এএসআই সাজদুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল তাদের বিশেষ  অভিযান পরিচালনা করে  গত ২৩ ফেব্রুয়ারি রাত  ১১.৩৫ মিনিট   বোদা থানাধীন ৬ নং মাড়েয়া বামনহাট ইউপির মাড়েয়া বাজারস্থ  মোঃ আব্দুল মতিনের পান-সুপারির দোকানের সামনে মাড়েয়া হতে আউলিয়াঘাটগামী পাকা রাস্তার উপর নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রয়ের সময় আসামি ১। মোঃ আব্দুল খালেক হীরা (৩৬), পিতা- মৃত কোরবান আলী, ২। মো: আরিফ(৩০), পিতামৃত কাজল উভয়ের গ্রাম -বিশ্বনাথপুর ডাকঘর শেখপুরা, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপু।  



তাদের কে মাদকদ্রব্য সহ গ্রেফতার করে বোদা থানার পুলিশ। সে সময় সেখানে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আসামিদ্বয়কে তল্লাশি করে ১ নং আসামির পিঠে থাকা কালো রংয়ের একটি স্কুল ব্যাগের ভিতর লাল রংয়ের একটি বাজারের ব্যাগে পেপারের কাগজ ও সাদা স্কস টেপ দিয়ে মোড়ানো ২০০ (দুইশত) পাতা এবং খোলা অবস্থায় ৪০ (চল্লিশ) পাতা সর্বমোট ২৪০ পাতায় সর্বমোট ২,৪০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট, সর্বমোট ওজন ০১ কেজি ১০ গ্রাম, সর্বমোট মূল্য ৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা, 

২। কালো রংয়ের ১ টি স্কুল ব্যাগ যার গায়ে ইংরেজীতে Professional Serious Cooperation লেখা আছে, ৩। লাল রংয়ের একটি বাজারের ব্যাগ, ৪। পেপারের কাগজ ও স্কস টেপ,  ৫। ১ নং আসামির পরিহিত প্যান্টের সামনের ডান পকেটে থাকা কালো ও পেস্ট কালারের একটি মোবাইল ফোন যার সামনে ইংরেজীতে itel it 2166 লেখা আছে, যার IMEI-352546582355729, 352546582355737 যাতে সীম কার্ড নম্বর ০১৭১৭১৩৫০৭৪ ও বাংলালিংক একটি সীম কার্ড সংযুক্ত আছে। 



(যান্ত্রিক ত্রুটির কারণে বাংলালিংক সীম কার্ড নম্বর বের করা সম্ভব হয়নি), ৬। একই আসামির পরিহিত প্যান্টের সামনের বাম পকেটে থাকা কালো রংয়ের একটি মোবাইল ফোন যার সামনে ইংরেজীতে lINNEX BD LE04 লেখা আছে, যার IMEI-354732100814003, 354732100814011সংযুক্ত সীম কার্ড ০১টি, (যান্ত্রিক ত্রুটির কারণে উক্ত সীম কার্ড নম্বর বের করা সম্ভব হয়নি), ৭। ২ নং আসামির পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেটে থাকা কালো ও সোনালী রংয়ের একটি মোবাইল ফোন যার সামনে ইংরেজীতে Geo R10 লেখা আছে,  যার IMEI-358042230572992, 358042230776999 যাতে সীম কার্ড নম্বর ০১৭৬১৫১৬৯৬৮ সংযুক্ত আছে, ৮। ২ নং আসামির কাছে থাকা মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত কালো ও টিয়া রংয়ের রেজিঃ বিহীন একটি TVS  Strykel 125 সিসি মোটরসাইকেল, যার ইঞ্জিন নং- 180630A794, যার চেসিস নং- PS625BF45J6N00607, যার মূল্য অনুমান ১,২৫,০০০ (এক লক্ষ পচিশ হাজার) টাকা ও একটি মোটর সাইকেলের চাবির গোছাসহ উদ্ধার করে জব্দ তালিকা মোতাবেক জব্দ করা হয়।



এসআই মোঃ বদিউজ্জামান এর আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামীদ্বয়ের বিরুদ্ধে বোদা থানার মামলা নং ১৭, তারিখ ২৩/০২/২০২৪, ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(খ)/৪১ রুজু করা হয়। আসামীদ্বয়কে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।



উদ্ধারকালে সহযোগী হিসেবে কাজ করেছেন অফিসার  ইনচার্জসহ এস আই মো: বদিউজ্জামান, এস আই আবু বক্কর সিদ্দিক, এস আই মানিক চন্দ্র, এ এস আই বিষ্টু চন্দ্র রায়, এএসআই সাজদুর রহমান ও সঙ্গীয় ফোর্স, বোদা থানা, পঞ্চগড়।



এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক বলেন বোদা থানার পুলিশ সর্বদা জনগণের স্বার্থে কাজ করে চলেছে এবং মাদক নির্মূলে এক ধাপ এগিয়ে রয়েছে এ ধরনের কার্যক্রম  বোদয় থানা পুলিশ কর্তৃক সর্বদাই অব্যাহত থাকবে।