lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-13T13:47:13Z
অন্য খবর

বসন্ত বরণ ও বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে জমে উঠেছে ফুলের বাজার

Advertisement


 

আলী রেজা রাজু:

 বসন্তবরন ও বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে জমে উঠেছে ফুলের বাজার। রাজধানীর সাভার,হেমায়েতপুর,আশুলিয়ায় ফুটপাতে জমে উঠেছে  ভ্রমামান ফুলের বাজার।ফুলের  দামও বেশ চড়া প্রতিপিচ গোলাপ বিক্রি হচ্ছে প্রকারভেদে ৫০-৮০ টাকা।গ্যালোরিয়া প্রতিপিচ বিক্রি হচ্ছে ৩০-৪০টাকা।ফুলের দাম চড়া হলেও ক্রেতারা সাচ্ছন্দ্যে ফুল কিনছেন। ক্রেতাদের সাথে কথা বললে তারা জানান,প্রিয় মানুষকে ভালবাসা দিবস উপলক্ষে  উপহার দেওয়ার জন্য ফুল কিনছি। ভালবাসা প্রকাশ করতে বিশেষ বিশেষ কোন দিনের প্রয়োজন হয় কি?এমন প্রশ্নে ফুল ক্রেতারা জানান,তবুও বিশেষ দিন বলে কথা।যেখানে সারা বিশ্বে একযোগে ভালবাসা দিবস পালিত হচ্ছে/হয়। বিশেষ দিনে প্রিয় মানুষের কাছে থেকে ফুল পেতে কে'না চায়।বসন্তকে বরণ নিতে হলুদ সাজে সজ্জিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।