lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-25T11:11:58Z
ব্রেকিং নিউজ

ফরিদপুরে সরকারী এম এন (মহেন্দ্র নারায়ণ) একাডেমী ২০০২ ব্যাচ এর মিলনমেলা অনুষ্ঠিত

Advertisement


 

শফিকুল ইসলাম জনি, ফরিদপুরঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি মহেন্দ্র নারায়ণ (এম এন) একাডেমীর এসএসসি ২০০২ ব্যাচের বার্ষিক মিলনমেলা ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে।


গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারী) দিনব্যাপী ফরিদপুরের ফান প্যারাডাইস পার্কে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।


এসময় বিশেষ আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী ডিসেম্বর ২০২৫ এ এম,এন একাডেমি প্রাঙ্গণ এ ব্যাচের মেগা রিইউনিয়ন অনুষ্ঠিত হবে।


এ সময় উপস্থিত ছিলেন, ২০০২ ব্যাচের ডা. আবিদ, ডেন্টাল সার্জন ও প্রভাষক সরকারি ঢাকা ডেন্টাল কলেজ, মিরপুর ১৪। জোবায়ের পলাশ, ম্যানেজার আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক, বোয়ালমারী শাখা ফরিদপুর।  তারেক, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (এক্স এন) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। গালিব, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। শওকত, অধ্যক্ষ বাখুন্ডা কলেজ। জুয়েল সুমন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। নাসির, কাউন্সিলর ২ নং ওয়ার্ড নগরকান্দা পৌরসভা। ইঞ্জিনিয়ার ইয়াদ। রানা, আইটি স্পেশালিস্ট ও ম্যানেজার পিকে এস এফ বাংলাদেশ। হেদায়েত, সহকারী ভূমি অফিসার পৌর ভূমি অফিস ফরিদপুর। রক্তিম, সিনিয়র ম্যানেজার আমরা নেটওয়ার্ক লিমিটেড। সজীব, ম্যানেজার সিটি হসপিটাল ঢাকা। ফরিদপুরের  বিশিষ্ট ইলেকট্রনিক্স ব্যবসায়ী মেহেদী। নগরকান্দার বিশিষ্ট ব্যবসায়ী রবিউল, রুবেল, মামুন ও খালিদ। সোহেল রানা সাব ইন্সপেক্টর শিবচর থানা। রুনা,  শিক্ষক, গজারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। রত্না, শিক্ষক, ঈশ্বরদী সরকারী প্রাঃ বিদ্যালয়, জাহাঙ্গীর, কর্মকর্তা,  ডিসি অফিস, ফরিদপুর। আওলাদ, একাউন্টেন্ট, মাগুরা পলিটেকনিক কলেজ। মিতু, সহকারী খাদ্য কর্মকর্তা। সাবিনা, সিনিয়র স্টাফ নার্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলফাডাঙ্গা। বেলাল, সহকারী শিক্ষক,বিজ্ঞান বিভাগ সদরপুর উচ্চ বিদ্যালয়।  জিয়াউর রহমান, সহকারী শিক্ষক, ইংরেজী সহ রাজন,  মোল্যা,পলি,ফোরকান,  ওয়াসিফুল,দিপক, শ্রীকান্ত, সুব্রত,তুহিন, নাজমুল সহ সকলের পরিবার। সার্বিক সহযোগিতায় ছোট ভাই ছিলেন আরমান।


পুরো আয়োজনে সকালের নাস্তা দুপুরের খাবার রাতের বারবিকিউ পার্টি বিভিন্ন খেলাধুলাও প্রতিযোগিতা ও আনন্দে আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।