Advertisement
নিজস্ব প্রতিবেদক:
আমিনপুর থানাধীন রুপপুর ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী গ্রামের নাম চরপাড়া। এই গ্রামের বেশিরভাগ মানুষ চলাচল করে বাধেরহাট মাছ বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া বিস্তৃর্ণ ফসলের মাঠ দিয়ে। কিন্তু হঠাৎ করে ২৩শে ফেব্রুয়ারী রাতের আধারে অজ্ঞাতনামা কে বা কাহারা মাছ বাজারের পার্শবর্তী সড়কের সংযোগস্থল ভরাট করে স্থাপন করেছে নার্সারি প্রতিষ্ঠান। এতে বিঘ্নিত হচ্ছে ঐ এলাকার মানুষের চলাচল, যেকারণে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষজন।
নিজেদের চলাচলের রাস্তা রক্ষায় বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলাম, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু, রুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোজাহারুল ইসলাম মহন ও সড়ক ও জনপদ বিভাগের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী এলাকাবাসী।