lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-12T12:10:40Z
ব্রেকিং নিউজ

পঞ্চগড়ের তেতুলিয়ায় ফাগুন আশার আগেই ফুটতে শুরু করেছে টিউলিপ ফুল

Advertisement


 

আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, এই জেলার  তেতুলিয়ান উপজেলার দর্জিপাড়া গ্রামে ফাগুন আশার আগেই ফুটতে শুরু করেছে তেতুলিয়া পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকে এস এফ)এর সহযোগিতায় বেসরকারি সংস্থা  ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন,(ইএসডিও), এর ব্যবস্থাপনায় নেদারল্যান্ড থেকে আমদানিকৃত টিউলিপ ফুল।


আর এই টিউলিপ ফুল দেখতে আসছে বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা। জানাযায় তেতুলিয়া উপজেলার দর্জিপাড়া গ্রামে ৭০ শতক জমি লিজ নিয়ে এই ১৯ প্রজাতির টিউলিপ ফুল চাষ করেছেন দর্জিপাড়া গ্রামের প্রায় ১৬ জন কৃষক -কৃষাণী মিলে। 


প্রতিবছর এই দিনে দেখা মিলে দর্জিপাড়ায় টিউলিপ ফুলের। টিউলিপ ফুল বাগান দেখতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় জমায় দর্জিপাড়ায় টিউলিপ ফুল বাগানে,  ফুল দেখতে জনপ্রতি গুনতে হয় ৫০ টাকা টিকিট, টিউলিপ ফুল কর্তৃপক্ষ টিউলিপ ফুলের এক একটি ইস্টিক বিক্রি করেন ১ শত টাকা এবং চারা বিক্রি করেথাকেন ১৫০ টাকা।


 প্রতিবছর এই দিনে দর্জিপাড়া গ্রামে সুগন্ধ বিহীন টিউলিপ ফুলের সুন্দর্য দেখতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আর এই ফুল দেখতে পাবলিকের পকেট থেকে গুনতে হয় ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত।