lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-07T09:36:28Z
রাজনীতি

গভীর রাতে গুচ্ছগ্রামে কম্বল নিয়ে হাজির মন্ত্রী আব্দুর রহমান

Advertisement


 

সৈয়দ তারেক মো.আব্দুল্লাহ্ :

গভীর রাতে যে সময় মানুষ ঘুমায় লেপ-কম্বল  মুড়ি দিয়ে। আর সেই সময় গভীর রাতে কম্বল নিয়ে নির্বাচনী এলাকার ছিন্নমূল মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি।


মধুখালী উপজেলার মেছরদিয়াসহ কয়েকটি আশ্রয়ণ প্রকল্পের (গুচ্ছগ্রাম) শতাধিক অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন আব্দুর রহমান।  এর আগে তিনি মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গার নেতাকর্মীদের মাধ্যমে বিভিন্ন এতিমখানাসহ প্রত্যন্ত অঞ্চলের ১০-১৫ হাজার  অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন শীতবস্ত্র (কম্বল) নিয়ে।



মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে মধুখালী উপজেলার মেছরদিয়াসহ কয়েকটি আশ্রয়ণ প্রকল্পের (গুচ্ছগ্রাম) শতাধিক অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন আব্দুর রহমান



এ সময় উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামনুন আহমেদ অনিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু প্রমুখ।


কম্বল পাওয়া মেছরদিয়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা শাহিদা বেগম বলেন, ‘দিনের বেলায় শীতের তীব্রতা কমে গেলেও রাতে বাড়ে শীতের তীব্রতা। শীতের শেষ মুহূর্তে শীতের বেগ রাতে একটু বেশি। এই শীতের রাতে মন্ত্রী সাহেবের দেওয়া কম্বল আমাদের অনেকটাই উপকারে আসবে।’