lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-28T11:29:47Z
ব্রেকিং নিউজ

দেবীগঞ্জে দুই দিন ব্যাপী বেসিক ড্রইং কর্মশালার উদ্বোধন

Advertisement


  


সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ 

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ স্কাউটস এর আর্টস অ্যান্ড ডিজাইন বিভাগের পরিচালনায় এবং বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় জেলার সহযোগিতায় দুই দিন ব্যাপী বেসিক ড্রইং কর্মশালার উদ্বোধন করা হয়েছে। 



বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকালে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে (দেবীগঞ্জ) দুই দিন ব্যাপী ওই বেসিক ড্রইং কর্মশালার ভার্চুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস এর কোষাধ্যক্ষ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো: শাহ কামাল।


এসময় কাব স্কাউট মো: মিরাজ চৌধুরীর উপস্থাপনায় এবং বাংলাদেশ স্কাউটস এর জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র (দেবীগঞ্জ) এর উপ-পরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন এর  সভাপতিত্বে স্কাউট ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশ স্কাউটস এর আর্টস অ্যান্ড ডিজাইন বিভাগের উপ পরিচালক মতুরাম চৌধুরী উপস্থিত ছিলেন। 


এছাড়াও বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা স্কাউট এর সম্পাদক মো: আশরাফুজ্জামান, দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস সালাম, পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমির চারুকলা প্রশিক্ষক হাজ্জাজ তানিন।

 

উল্লেখ্য যে, পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলা থেকে ৫০ জন কাব স্কাউট এবং ১০ জন কাব স্কাউট লিডার এই কর্মশালায় অংশ্রহণ করে। দুই দিন ব্যাপী শুরু হওয়া এ কর্মশালাটি শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার।