lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-13T08:54:48Z
আইন ও আদালত

রামগড়ে ফসলি জমি থেকে মাটি কাঁটার অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা

Advertisement


 

ফারজানা আক্তার, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে ফসলি কৃষি জমি থেকে মাটি কাঁটার দায়ে মোঃ হারুন নামে ১ ব্যাক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।                                                         


সোমবার (১২ জানুয়ারী) রাতে রামগড় পৌরসভাধীন মুহামনি বিজিবি ক্যাম্পের পিছনে ফসলি কৃষি জমি থেকে মাটি কাঁটার অপরাধে র উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মমতা আফরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ০৮ নং পৌর ওয়ার্ডের ফেনীর কুল নিবাসী মোঃহারুন নামে ১ ব্যাক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করেন।


এ বিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মমতা আফরিন বলেন,মহামুনি বিজিবি ক্যাম্পের পিছনে ফসলি কৃষি জমি থেকে মাটি কাঁটার অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে এসে সত্যতা পান। এসময় ভূমির মালিক ঘটনাস্থলে এসে নিজের অপরাধ স্বীকার করেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী উক্ত ব্যক্তি মো.হারুনকে ভ্রাম্যমাণ আদালতে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।