lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-18T11:53:34Z
শিক্ষা

পলাশবাড়ীর বাসুদেবপুর পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী বহিস্কার

Advertisement


 

আশরাফুল ইসলাম, গাইবান্ধা::

গাইবান্ধা জেলার পলাশবাড়ী বাসুদেবপুর চন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজ এর পরীক্ষা কেন্দ্রে চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ ফেব্রুযারী রবিবার পরীক্ষা শুরুর প্রথম ঘন্টায় অসাধু উপায় গ্রহন করায় বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত পরীক্ষার্থী বরিশাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা যায়।


বাসুদেবপুর চন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজের এসএসসি সমমান পরীক্ষার কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৮ শত ৬৪ জন এদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৩ জন ও মানবিক বিভাগের ৩ জন সহ মোট ৬ জন অনুপস্থিত ছিলেন এবং বিজ্ঞান বিভাগের ১ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেন বাসুদেবপুর চন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রে সচিব আব্দুর নূর। উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলা ২০২৪ এর এসএসসি সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ৪ হাজার ৭ শত ৩৬ জন পরীক্ষার্থী ।