lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-06T11:58:00Z
ব্যবসা-বানিজ্য

ঝিনাইগাতীর বণিক সমিতির নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

Advertisement


 

মোঃ আরিফুল ইসলাম , শেরপুর জেলা  প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সর্ব বৃহৎ ব্যবসায়ী সংগঠন ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিঃ এর নবাগত কমিটি দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৬ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে সমিতির অস্থায়ী কার্যালয়ে এর আয়োজন করা হয়। 


সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মো. মোখলেছুর রহমান খাঁনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদ এর সঞ্চালনায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, বণিক সমিতির সাবেক সভাপতি শামছুদোহা বাচ্চু, সাধারণ সাইফুল ইসলাম সেজু, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, ধান ব্যবসায়ী আলহাজ্ব লুৎফর রহমান, কীট নাশক ব্যবসায়ী আব্দুল হাই,  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জহুরুল হক মিলন প্রমুখ বক্তব্য রাখেন।


উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি অত্র  সমিতির ব্যবস্থাপনা কমিটির   নির্বাচন সরাসরি ভোটে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব মো. মোখলেছুর রহমান খাঁন, সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আতা (বিনা প্রতিদ্বন্ধিতায়), যুগ্ন-সাধারণ সম্পাদক পদে হানিফ উদ্দিন, সহ-সভাপতি পদে কামরুল হাসান কামরান, কোষাধ্যক্ষ পদে জাহিদুল হক মনির, সদস্য পদে মনির আহম্মেদ, নাজমুল হক সম্রাট, লিটন শেখ, আবুল কালাম কালা বিজয় অর্জন করেন। সভায় নব নির্বাচিত কমিটির সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এই কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন।


আলোচনা সভা শেষে অত্র সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বিগত সময়ে নানা কাজের ভুলত্রুটি ক্ষমা চেয়ে এবং আগামীদিনে ব্যবসায়ীদের মঙ্গল কামনা করে নবাগত কমিটির নিকট আনুষ্ঠানিক ভাবে দ্বায়িতভার হস্তান্তর করেন। 


এসময় বাজারের বিভিন্ন ব্যবসায়ী, সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।