Advertisement
নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:
কক্সবাজার জেলার মহেশখালীতে সরকারি যানবাহন অধিদপ্তরের গাড়ী চালকদের সঞ্জীবনী প্রশিক্ষণ, ব্রিফিং ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন।
শনিবার (২৪ শে ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে প্রশাসনের আয়োজনে মাস্টার মাহাবুব আলমের সঞ্চালনায় দিনব্যাপী এ সঞ্জীবনী প্রশিক্ষণ, ব্রিফিং ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সঞ্জীবনী প্রশিক্ষণ, ব্রিফিং ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধন করেন.. সরকারি যানবাহন অধিদপ্তরের অতিরিক্ত সচিব আবুল হাছানাত হুমায়ুন কবির।
এ সময় বিশেষ অতিথি হিসেবে সরকারি যানবাহন (সড়ক) অধিদপ্তরের অতিরিক্ত যুগ্ম সচিব এ টি এম কাউছার হোসেন। বক্তব্য রাখেন সহকারী কমিশন ভূমি তাছবীর হোসেন, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এবং দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে আমাদের সবাইকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেন একটি সুন্দর সমাজ গঠনের। তার সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের সবার। তাই যার যার অবস্থান থেকে সরকারের ভিশন ২০২১ ও ২০৪১ স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান বক্তরা।
সভাপতি বক্তব্যে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা অতিথি ও অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের, গাড়ী চালকদের দায়িত্ব পালনে গুরুত্ব আরোপ করে, দ্বীপ উপজেলা মহেশখালীতে সরকারে মেগা উন্নয়ন প্রকল্পের বিবরণ, মহেশখালী'র ইতিহাস, সৌন্দর্য্যমন্ডিত প্রাকৃতিক সম্পদ, ভৌগলিক অবস্থা, এখানকার বসবাসরত নৃ-গোষ্ঠীদের কৃষ্টি, ঐতিহ্য-সংস্কৃতি’সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষনার্থীদের সম্যক ধারনা প্রদান করেন।
পরে মহেশখালী'র ঐতিহ্য-সংস্কৃতি নিয়ে মহেশখালী শিল্পকলা একাডেমির শিল্পীদের গান পরিবেশ ও প্রশিক্ষণার্থীদের মুখে অসাধারণ গান এবং স্থানীয় রাখাইন নৃ-গোষ্ঠীদের নৃত্য শেষে অনুষ্ঠান সমাপ্ত করেন।