Advertisement
ড়
আসামা আক্তার আখি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ভারত সীমান্ত থেকে বাংলাদেশ সীমান্তের ভিতরে দুটি বন্য হাতি প্রবেশ করেছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের একটি ভুট্টা ক্ষেতে হাতি দুটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।
উপজেলার শালবাহান ইউনিয়নের ইসলামবাগ প্রধানপাড়া দিয়ে বাংলাদেশের লোকালয়ে ঢুকে ছয়-সাতটি গ্রাম অতিক্রম করে কাশমিগঞ্জ গ্রামে পৌঁছায় হাতি দুটি।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, হাতি দুটি স্থানীয় সামু নামে এক ব্যক্তির ভুট্টা ক্ষেতে অবস্থান নিয়েছে।
জানা গেছে, খাদ্যের অভাবে হাতিগুলো ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসেছে। বন্যপ্রাণী আসার খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় উৎসুক জনতার ভিড় চোখে পড়ে। তবে স্থানীয়রা ফসলের ক্ষয়ক্ষতি ও জানমালের ক্ষতির শঙ্কা করছেন।
এদিকে বিষয়টি জানার পর এলাকাবাসীর নিরাপত্তায় রয়েছে উপজেলা প্রশাসনসহ ফায়ার সার্ভিসের কর্মী। এর পক্ষ থেকে হাতিটি হাতে দুটো ধরার প্রান চেষ্টা চলছে। এর মধ্যে হাতির আক্রমনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।