Advertisement
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় স্কয়ার প্রি-ক্যাডেট স্কুলের পবিত্র কোরআন শরীফ প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারী) দিনব্যাপী স্কয়ার প্রি-ক্যাডেট স্কুল মাঠে জাকজমকপূর্ন পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
স্কয়ার পি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ওয়ালীউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী, এছাড়া শ্রেষ্ট শিক্ষার্থী, শ্রেষ্ট অবিভাবক, শ্রেষ্ট শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী।
বিশেষ অতিথি ছিলেন, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান পিপিএম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বি নোমান, উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুর রহমান প্রমুখ। এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসাবে জীবন গড়া, দেশ ও সমাজের জন্য কাজ করার অনুপ্রেরনা মুলক বক্তব্য রাখেন।