Advertisement
আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা চালিয়ে বসতবাড়িসহ মোটরসাইকেল, ব্যাটারি চালিত অটোরিকশা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। লুট করে নিয়ে যাওয়া হয়েছে একবিঘা জমির পাকা সরিষা।
গতকাল সোমবার সন্ধ্যার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই নিচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলার পর থেকে ভুক্তভোগী পরিবারের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী ইয়াদ আলী প্রামাণিক বলেন, ‘জমিজমা নিয়ে প্রতিবেশি আলাউদ্দিন প্রামাণিকের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের বিরোধ চলছিল। এসব বিষয় নিয়ে নওগাঁ আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। এ অবস্থায় পূর্ব বিরোধের জের ধরে গতকাল সোমবার আমাদের ভোগদখলী জমিতে লাগানো সরিষা প্রতিপক্ষ আলাউদ্দিন ভাড়াটিয়া লোকজন দিয়ে তুলে নিয়ে যায়।’
ভুক্তভোগী পরিবারের সদস্য শাহিদা বিবি বলেন, ‘প্রতিপক্ষের লোকজন জমির সরিষা লুটের পর সন্ধ্যার দিকের আলাউদ্দিনের নেতৃত্বে ১৮ থেকে ২০ জন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে দেশিয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িঘরে হামলা করে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে বাড়িঘরের বেড়ার টিন কেটে তছনছ করে দেয়। ’শাহিদা বিবি আরও বলেন, এসময় একটি মোটরসাইকেল, ব্যাটারিচালিত একটি অটোরিকশা ও একটি বাইসাইকেল ভেঙে ফেলে। পরে মোজাহার হোসেনের বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুরসহ টাকা ও সোনার গহনা লুট করে নিয়ে যায়। ঘটনায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এবিষয়ে অভিযুক্ত আলাউদ্দিন প্রামাণিক বলেন, ‘বিবাদমান জমিতে আমরাই সরিষা রোপণ করেছিলাম। সেই সরিষা আমরা লোকজন দিয়ে তুলে নিয়েছি। প্রতিপক্ষদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাটি সঠিক নয়।’
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।