lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-07T12:47:51Z
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনায় আমতলীর নির্মাণ শ্রমিক নিহত

Advertisement


 

বরগুনা প্রতিনিধি:-

বরগুনা-বরিশাল সড়কের বেতাগী উপজেলার চান্দখালী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় কবির হাওলাদার নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে চান্দখালী এলাকায়।  বুধবার বিকেলে নিহতের মরদেহ পরিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

জানাগেছে, আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের কবির হাওলাদার (৫০) বেতাগী উপজেলার চান্দখালী বাজারে নির্মাণ শ্রমিকের কাজ করছিল। মঙ্গলবার রাতে ব্যাটারী চালিত অটো রিক্সায় ভাড়া বাসায় যাচ্ছিল। পথিমধ্যে বরগুনাগামী একটি পরিবহন বাস অটো গাড়ীতে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নির্মাণ শ্রমিক কবির নিহত হয়। খবর পেয়ে বেতাগী থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে । বুধবার বরগুনা জেনারেল হাসপাতালে নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে পুলিশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে। ওইদিন বিকেলে তার মরদেহ গ্রামের বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

হলদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আবু সালেহ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত কবিরের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 


বেতাগী  থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।