Advertisement
মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন(ফরিদপুর)সংবাদদাতা:
ফরিদপুরের চরভদ্রাসনে নানা আয়োজনে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ১৭ই মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার (১৭মার্চ) সকালে উপজেলার সদরের মধ্য বি.এস.ডাঙ্গী অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার এর প্রতিকৃতিতে পুস্পস্তর্বক অর্পণ করেন উপজেলা প্রশাসন। পুস্পস্তর্বক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের আতœার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্যর পক্ষে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে একে একে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, চরভদ্রাসন থানা, চরভদ্রাসন সরকারি কলেজ ও নানা পেশাজীবি মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তর্বক অর্পণ করেন।
এরপর সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহনাজ পারভিন বীথি, চরভদ্রাসন উপজেলা প.প. ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান, চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল ওহাব, ইউপি চেয়ারম্যান মো. আজাদ খানসহ আরো অন্যান্য প্রমূখ।
এরপর সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।