lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১১ মার্চ, ২০২৪
Last Updated 2024-03-11T08:46:05Z
আইন ও অপরাধ

ভোলা র‍্যাব ৮ এর যৌথ অভিযানে জলদস্যু আটক - BD Prokash

Advertisement

 

নিজস্ব প্রতিবেদক 


ভোলা র‍্যাব-৮ এবং ঢাকা'র র‍্যাব-৪ যৌথ অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার মুলহোতা মেঘনা'র জলদস্যু সর্দার মো.মনজুরুল আলম ( ৩৮) কে আটক করেছে।



গতকাল রবিবার ১০ মার্চ দুপুর দেড়টার দিকে র‍্যাব-৮ ভোলা ক্যাম্প, বরিশাল, এর এএসপি মো. জামাল উদ্দিন (ক্যাম্প কমান্ডার) এবং র‍্যাব-৪ সিপিসি-১ কোম্পানির এএসপি মো. মাজহারুল হক ( স্কট কমান্ডার) এর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে  ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন গাবতলী, কোটবাড়ী, হাজী সালাউদ্দিন মার্কেট,  বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এর সামনে থেকে আন্তজেলা ডাকাত দলের নেতা এবং জলদস্যু মোঃ মনজুরুল আলম কে আটক করে।



আটককৃত মনজুরুল আলম, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডোগি ৪নং ওয়ার্ডের নুর ইসলাম বেপারীর ছেলে।



এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-৮ ভোলার ক্যাম্প কমান্ডার এএসপি মোঃ জামাল উদ্দিন এ প্রতিবেদক কে জানান,মেঘনা নদীর দুর্ধর্ষ জলদস্যু ও আন্তজলা ডাকাত দলের নেতা মনজরুল কে র‍্যাব ৪ এর সমন্বয়ে যৌথ অভিযানে উন্নত প্রযুক্তির সহায়তা আটক করা হয়,তিনি আরো জানান আসামী, বিরুদ্বে দেশের একাধিক থানায় ডাকাতির মামলা রয়েছে,  র‍্যাব ৮ ভোলা'র এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।