lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
Last Updated 2024-03-12T04:54:41Z
অগ্নিকাণ্ড

চরভদ্রাসনে অগ্নিকান্ডে ইজিবাইক চালকের ঘর ও ছাগল পুড়ে ভষ্মিভূত - BD Prokash

Advertisement


মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি:                                              

ফরিদপুরের চরভদ্রাসনে অগ্নিকান্ডে এক ইজিবাইক চালকের দুটি বসত ঘরসহ পাঁচটি গবাদিপশু ভষ্মিভূত হয়েছে।



সোমবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে  উপজেলার সদর ইউনিয়নের ফাঁজেলখার ডাঙ্গী গ্রামের মৃত পবন খার ছেলে শহিদ খা (৪৮) এর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।



খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

 


প্রতিবেশি মো. আলমাছ মুন্সি জানান, আমি হটাৎ দেখি শহিদ খার বাড়িতে আগুন জলছে। তারা এসময় কেউ বাড়িতে ছিলোনা।



আমি আগুন জলতে দেখে চিৎকার, চেচা-মেচি করলে আশেপাশের লোকজনেরা মিলে অনেক চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আসে।



পরে, খবর পেয়ে চরভদ্রাসনের ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে পৌছে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রনে আনেন বলেও জানান তিনি।



ক্ষতিগ্রস্থ শহিদ খা জানান, সে দুপুরে পরিবারের সবাইকে নিয়ে ক্ষেতে কাজ করতে যান। ঘটনার সময় তারা কেউ বাড়িতে ছিলেন না। হটাৎ তার বাড়িতে ধোঁয়া দেখে সকলে বাড়ির দিকে ছুটে আসেন।



এতক্ষনে আগুনে আমার ১টি চৌচলা টিনের ঘর, ১টি দৌচলা টিনের ঘর, ছোট-বড় ৫ টি ছাগল ও ঘরের ভেতরে থাকা নগদ ৩ লক্ষ টাকাসহ সকল আসবাবপত্র পুড়ে গেছে বলে তিনি জানান।



চরভদ্রাসন ফায়ার ষ্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুর্তজা ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।

 


আগুনের সূত্রপাত সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন,  বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।



এদিকে অগুনের খবর পেয়ে চরভদ্রাসন সদর ইউপি’ চেয়ারম্যান মো. আজাদ খা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা, ওই ওয়ার্ডের ইউপি’ সদস্য মো. বাবুল মোল্যা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌছেঁ ক্ষতিগ্রস্থ পরিবারকে সমবেদনা জানান ও ক্ষতিগ্রস্থ পরিবারকে ২ বস্তা চাউল, ৪টি শীতবস্ত্র কম্বল, ৩টি শাড়ি কাপড় ও নগদ ৫ হাজার টাকা আর্থিক সাহায্যে প্রদান করেন। 



এসময় ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে স্থানীয় সমাজ সেবক মৃত- জালাল কমান্ডারের ছেলে মো. মুশা নগদ ২হাজার টাকা আর্থিক সাহায্যে প্রদান করেন। 



চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম বলেন, আমি অগ্নিকান্ডের খবর পেয়েছি। 



অগ্নিকান্ডের বিষয়টি জেলা প্রশাসক বরাবর বিস্তারিত জানানো হবে। এছারা উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলেও তিনি জানান।