Advertisement
আব্দুল জব্বার :
শিক্ষা, সাংস্কৃতি, খেলাধুলায় বৃহত্তর কাশিনাথপুরে শীর্ষে অবস্থান করছে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল। তারই ধারাবাহিকতায় ট্যালেন্ট অব পাবনার বেসরকারি স্কুল বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল।
মোট ৯৬ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ৫৮ জন বৃত্তিপ্রাপ্ত হয়েছে। ( ট্যালেন্টপুল- ১৬ জন, সাধারণ গ্রেড- ৪২ জন )
এ অভাবনীয় সাফল্যে বিজ্ঞান স্কুল পরিবার আনন্দিত। এ সাফল্যে কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মো.জাহিদুল ইসলাম জাহিদ বলেন – সকলের ভালোবাসা ও চাওয়া থেকে গতবছর থেকে আমরা প্রাথমিক শাখা কার্যক্রম শুরু করি। তারই ধারাবাহিকতায় এ বছরে প্রথম আমাদের আদরের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে এবং আমাদের সুনাম বয়ে এনেছে। তিনি এর পুরো কৃতিত্ব শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর অর্পিত করেন।
কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মনির বলেন – আমরা আমাদের শিক্ষার্থীদের সাফল্যে খুবই খুশি। তারা তাদের জ্ঞান মেধা দিয়ে এ সাফল্য অর্জন করেছে। তিনি আরো বলেন আমাদের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও শিক্ষার্থীদের একাগ্রতায় আমাদের এ সাফল্য। তিনি সকল শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের সভাপতি ডা. আমিরুল সানু বলেন – শিক্ষার্থী শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের সুবাদে আমাদের এ সাফল্য। তিনি আরো জানান আমরা দেশ সেরা প্রতিষ্ঠান করার লক্ষ্য ২০১৭ সালে বৃহত্তর কাশিনাথপুরে শিক্ষায় আলো ছড়িয়ে দিতে আমাদের যাত্রা শুরু করি। আমরা নিয়মিত এসএসসি পরীক্ষায় ধারাবাহিক ও সম্মানজনক একটি রেজাল্ট পাচ্ছি, যা কিনা পাবনা জেলাকে ছাড়িয়ে যাচ্ছি। আমরা গত বছরেও গ্রীষ্মকালীন ফুটবলে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছি। তিন
বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।