lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৬ মার্চ, ২০২৪
Last Updated 2024-03-16T09:43:06Z
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত - BD Prokash

Advertisement

 

মোঃ মজিবর রহমান শেখ:


ঠাকুরগাঁও জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে  শিশুদের চিত্রাঙ্কন, রচনা লিখন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন, রচনা লিখন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ঠাকুরগাঁও জেলার প্লে থেকে ৯ম শ্রেণী পর্যন্ত প্রায় ২’শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।



ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জবেদ আলী বলেন, শিশুরা ছবি আঁকার মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারেন, নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর বাংলাদেশ সম্পর্কে রচনা লিখার মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারেন। এতে করে শিশুদের মেধাবিকাশে ভূ‚মিকা রাখছে অপরদিকে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে তারা জানতে পারছে।