lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
Last Updated 2024-03-19T11:21:31Z
আইন ও অপরাধ

রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও সিনজিসহ আটক ২ - BD Prokash

Advertisement


মোঃ মাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ

      

খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির অভিযানে চট্রগ্রাম জেলার ভূজপুর থানার বদ্দগেরামারা নামক স্থান হতে ভারতীয় ফেন্সিডিল ও সিএনজি সহ দুজন মাদক কারবারীকে আটক করা হয়।



মঙ্গলবার (১৯শে মার্চ) দুপুরে রামগড় ৪৩ বিজিবির অধিনস্থ  কয়লারমুখ  বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃশরীফুল ইসলামের  নেতৃত্বে একটি টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে  ভারতীয় ফেন্সিডিল ১৪৮ বোতল ও  সিনজি ১টি সহ মোঃ নুর আলম জিসান (২০), পিতা-মোঃজয়নাল আবেদীন এবং মোঃ রাজু জসিম (২৪), পিতা-মৃত রুবেল আলি কে আটক করা হয়। উভয়ই চট্রগ্রাম জেলার জোরারগন্জ থানার বদ্দগেরামারা গ্রামের বাসিন্ধা 



রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ ইমাম হোসেন, পিএসসি জানান, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না,মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।