Advertisement
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে রবিবার বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। কর্মসুচীর মধ্যছিল বর্ণাঢ্য র্যালী, মহড়া ও আলোচনা সভা।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে রবিবার সকালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। ইউএনও মুহাম্দ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হুসাইন।
বক্তব্য রাখেন এ্যাড.একেএম সামসুদ্দিন শানু, সিপিপি’র উপজেলা টিম লিডার ওহাব হাওলাদার, সিপিপির চাওড়া ইউনিয়ন টিম লিডার বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, সিপিপির ডেপুটি টিম লিডার নিজাম উদ্দিন খাঁন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ফকির ও সাংবাদিক সিপিপির টিম লিডার রিপন মুন্সি।