Advertisement
মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে বিরোধপূর্ণ জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি কাটায় বাধা দেওয়ায় মিজানুর রহমান (৫৫) এক বৃদ্ধের গলায় ও পেটে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ চাচাতো ভাই ও তাদের ভাইয়েরা। মঙ্গলবার সকালে উপজেলার চর সুখনগরী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মিজানুর রহমান ওই গ্রামের দলু মন্ডলের ছেলে। জানা গেছে,মিজানুর রহমানের চাচাতো ভাই রশিদ জামালের সাথে সুখনগরী যমুনা নদীর শাখা নদীর জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। বিরোধপূর্ণ জমিতে অভিযুক্ত রশিদ জামাল তার ছেলে সাইদুল ও আরেক ভাইয়ের ছেলে হোসেন গং অবৈধ ড্রেজার বসান। বিষয়টি জানার পর ভুক্তভোগী মিজানুর বাধা দিতে গেলে তাকে গালমন্দ করে তার গলায় ছুরিকাঘাত করে সাইদুল। পরে তিনি চিৎকার দিলে স্বজনরা উদ্ধার করে মাদারগঞ্জ ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। মাদারগঞ্জ ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক সালেহ মাহাদী বলেন,মিজানুর রহমানের গলায় ও পেটে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জামালপুরে রেফার্ড করা হয়েছে। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাহমুদুল হাসান বলেন,ঘটনাটি শুনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।