Advertisement
আছমা আক্তার আখি পঞ্চগড় জেলা প্রতিনিধি:
কথায় বলে নাম না জানা অনেক ফুল পথের ধারে ফুটে জীবনটা যায় ঝরে ঝরে ফুলদানি না জোটে।
কিন্তু ইয়ারজান, পার্শ্বপ্রতী দেশ ইন্ডিয়া থেকে ফুলদানি ছিনিয়ে এনেছে। এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, যেই ইয়ারজান এর ফুটবল খেলাকে নিয়ে খারাপ মন্তব্য করেছিলেন মানুষ আজ সেই ইয়ারজান সারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন।
সারাদেশ জুড়ে এখন তাকে নিয়েই আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে, সে এখন বাংলার গৌরব সোনার মেয়ে। ইয়ারজান হাড়িবাসা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। ছোটবেলা থেকে তার ইচ্ছে ছিল ফুটবল খেলা আজ সেই ফুটবল খেলায় শুধু পঞ্চগড় নয় সারা বিশ্বে তার নাম মানুষের মুখে মুখে।
জানা যায় ইয়ারজান অভাব অনটনের মধ্য দিয়ে আজ যে বাংলার মুখ উজ্জ্বল করেছে এটা আমাদের বাংলাদেশের একটি বিশাল গৌরবের বিষয় আশা করি এখন আর ইয়ার জানকে না খেয়ে থাকতে হবে না। ইয়ার জান টুকু ফুটবল একাডেমি পঞ্চগড় থেকে প্রশিক্ষণ নিয়ে ১৬ সদস্যের ফুটবলের একটি টিম নিয়ে পার্শ্ব-পতি দেশ ইন্ডিয়ায় গিয়ে ভুটান ও নেপাল কে হারিয়ে সেরা গোলকিপার টফি ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার দুপুরে অধিনায়ক র্যাব ফোরর্সেস ১৩ কমান্ডার আরাফাত ইসলাম, এর একটি দল ইয়ারজানে, ফুটবল বিজয়ের কথা শুনে ছুটে আসেন হাড়িভাসা ইউনিয়নের খোপড়াবান্দি গ্রামে এসে ইয়ারজানের বাড়ির অবস্থা ঘুরে ফিরে দেখেন এবং কিছু ইফতার সামগ্রী ও চাল ডাল সহ নগদ ২০ হাজার আর্থিক সহায়তা প্রদান করেন।
সেই সাথে পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম, মহোদয় তিনিও যথাসময়ে ইয়ারজানের বাসা পর্যবেক্ষণ করেন এবং ইয়ারানের সুস্বাস্থ্য কামনা করেন এবং সে যেনো আরো বড় খেলোয়াড় হয়ে বাংলাদেশর মুখ উজ্জ্বল করতে পারে সেই কামনা করেন। সেই সাথে আর্থিক সহায়তা ২৫ হাজার টাকা প্রদান করেন।