lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১১ মার্চ, ২০২৪
Last Updated 2024-03-11T14:14:05Z
অগ্নিকাণ্ড

দোয়ারাবাজারে গরুর খামারে অগ্নিকান্ড - BD Prokash

Advertisement


সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):


সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাতের আঁধারে গরুর খামারে ভয়াবহ অগ্নিকান্ডে আগুনের লেলীহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে গরুর খামার। এঘটনায় অগ্নিদগ্ধ তোফাজ্জল হোসাইনকে (৫০)  সিলেটের একটি মেডিক্যালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। 



রবিবার (১০ মার্চ) রাত ১১ টা ১০ মিনিটে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সুনাইত্যা গ্রামের আফতর আলী'র পুত্র শমশের আলী'র বাড়িতে এ ঘটনা ঘটে। 



স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ১১ টার দিকে গরুর খামার তালাবদ্ধ করে শুয়ার ঘরে যায় শমশের আলী। শুয়ার ঘরে যাওয়ার ১০ মিনিট পর হঠাৎ গরুর খামারে আগুন দেখে চিৎকার শুরু করলে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশি লোকজন ছুটে এসে খামারের তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে খামারে থাকা ১০ টি গরুর একটি পুড়ে মারা যায়,১ টি গরু জবাই করা হয় ও ৮ টি গরু আগুনে অগ্নিদগ্ধ হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় পল্লী চিকিৎসক এআই টেকনেশিয়ান ( আমেরিকা ডেইরি লিঃ.নরসিংপুর)  আফছান উদ্দিন'র মাধ্যমে অগ্নিদগ্ধ গরুদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়। তবে অগ্নিকাণ্ডের সুত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।  স্থানীয়দের ভাষ্যমতে প্রতিহিংসার জেরে গরুর খামারে আগুন দেওয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে। 



এঘটনায় খবর পেয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি বদরুল হাসানের দিকনির্দেশনায় এসআই বাবলু রহমান খানসহ দোয়ারাবাজার থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।



বিষয়টির সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান জানান,অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে সাথে সাথে দোয়ারাবাজার থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। আগুনের সুত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করে বিষয়টি দেখা হবে।



দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু জানান,অগ্নিকান্ডের বিষয়টি দেখব।