Advertisement
নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে কোহলিয়া নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ শে মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজবির হোসেন এই অর্থদণ্ড দেন এবং ৩০ টির অধিক পাইপ লাইন ভেঙে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজবির হোসেন গণমাধ্যম'কে জানান, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা কোহলিয়া নদী থেকে প্রতিদিন বালু উত্তোলন করে আসছিলেন। বারবার সতর্ক করার পরেও কর্ণপাত না করে ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে বালু উত্তোলন কাজ অব্যাহত রাখেন।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ী আব্দু শুক্কুর'কে এক লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা জানান..পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখে এবং উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।